প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। পূজার তিথি পড়েছে রোববার ও সোমবার। পঞ্চিকা মতে পঞ্চমী তিথি শুরু হয় রোববার ১২:৪৫ মিনিটে চলবে সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটি পর্যন্ত। দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিধাত্রী দেবী মাঘ মাসের শুক্রপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চেপে দেবী আসেন জগতে। দেবী খুশী হলে বিদ্যাও বুদ্ধি অর্জিত হবে। ঝিনাইদহে বাসা-বাড়ী, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে পূজা শুরু হয়েছে তবে অধিকাংশ মন্দিরে পূজা সোমবার। পূজা শেষে ভক্তরা অঞ্জলী দেবেন শিশুদের হাতে খড়ি দেওয়া হবে। বাজার পাড়ার পুরোহিত রোববার সকালে গণেশ পূজা করেছেন। সোমবার সকালে সরস্বতী পূজা করবেন। উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা শুরু হয়েছে। প্রতিমা থৈরীর ভাস্কর অরবৃন্দ পাল জানিয়েছেন এ বছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা তৈরীতে খরচ হচ্ছে। বেচা-কেনা কম বলে জানান। অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোক সজ্জা, গেট করা হয়েছে।
শিরোনাম :
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শুরু
-
কামরুজ্জামান ঝিনাইদহ প্রতিনিধি:
- Update Time : ০৭:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- ২৫ Time View
Tag :
আলোচিত