Dhaka ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জমি উদ্ধারে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মোঃ আমিনুল ইসলামের পয়ত্রিক সম্পত্তি উদ্ধারে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের ডা: মোঃ মোতাহার হোসেনের পুত্র মোঃ আমিনুল ইসলাম ওরফে আজিজুল হক  তার পয়ত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জমির মালিক মোঃ আমিনুল ইসলাম বলেন, আমার নি¤œতফসিল ভুক্ত সম্পত্তি যাহার দাগনং-২৮৯ ও ৬৫৫, খতিয়ান নং-সিএস-১১৬, এসএ-১৭৩, মৌজা: উত্তর রঘুনাথপুর, জমির পরিমান: ২ একর ৩৬শতক।

উক্ত জমি পয়ত্রিক সূত্রে আমি মালিক হয়ে দীর্ঘ ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। উক্ত জমি আমার প্রতিপক্ষ শ্রী রাজমঙ্গল দোবে  ঠাকুর পিতা: মৃত রামজিরাম সাং-সুজাপুর, উক্ত ব্যক্তি ১৯৭৪ সালে দিনাজপুর ফুলবাড়ী সহকারী জজ আদালতে আমার পিতা ডা: মোতাহার হোসেন এর বিরুদ্ধে ১৪৮/৭৪ অন্য মামলা আনায়ন করেন। উক্ত মামলায় শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর হেরে যায়। এর পর ১৯৭৭ইং সালে আবার শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর যুগ্ন জেলা জজ আদালতে ১৪৯/৭৭ অন্য মামলা দায়ের করেন। শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর গত ২০০০ইং মৃত্যুবরণ করার পর শ্রী বিমল কুমার গৌস্বামী (ভিমু) সেবায়েত নিযুক্ত হন এবং মামলা পরিচালনা করেন।

গত ০৮/০২/২০০৭ইং সালে ০১নং যুগ্ন জেলা জজ আদালত দিনাজপুর এ আমিনুল ইসলাম ওরফে আজিজুল ইসলামের পক্ষে রায় প্রদান করেন। গত ১৫/০২/২০০৭ইং তারিখে আদালত পুনরায় ডিক্রী প্রদান করেন। আবার প্রতিপক্ষরা ৪৫/০৭ আপিল মোকদ্দমা আনায়ন করেন। সেই মোকদ্দমায় ১০/১০/২০১৮ইং তারিখে আদালত উক্ত রায় ও ডিক্রীটি বহাল রাখেন। তারপরেও তারা আমার জমি জোর পূর্বক দখল করে রাখেন এবং চাষাবাদ করে আসছেন। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম জানান, উক্ত জমি তৎকালীন স্থানীয় দলীয় প্রভাবের কারণে জমিতে যেতে পারি নাই। বর্তমান উক্ত জমি প্রতিপক্ষরা দখল করে রেখেছে। এলাকার মোঃ মজিবর রহমান, আইনুল হক, মাসুদ রানা মাজেদুল, রাজু আহম্মেদ, আবুল কালাম গংরা তৎকালীন দলীয় প্রভাব দেখিয়ে জমিতে যেতে বাধার প্রদান করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জমি উদ্ধারে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Update Time : ০১:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ আমিনুল ইসলামের পয়ত্রিক সম্পত্তি উদ্ধারে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের ডা: মোঃ মোতাহার হোসেনের পুত্র মোঃ আমিনুল ইসলাম ওরফে আজিজুল হক  তার পয়ত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জমির মালিক মোঃ আমিনুল ইসলাম বলেন, আমার নি¤œতফসিল ভুক্ত সম্পত্তি যাহার দাগনং-২৮৯ ও ৬৫৫, খতিয়ান নং-সিএস-১১৬, এসএ-১৭৩, মৌজা: উত্তর রঘুনাথপুর, জমির পরিমান: ২ একর ৩৬শতক।

উক্ত জমি পয়ত্রিক সূত্রে আমি মালিক হয়ে দীর্ঘ ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। উক্ত জমি আমার প্রতিপক্ষ শ্রী রাজমঙ্গল দোবে  ঠাকুর পিতা: মৃত রামজিরাম সাং-সুজাপুর, উক্ত ব্যক্তি ১৯৭৪ সালে দিনাজপুর ফুলবাড়ী সহকারী জজ আদালতে আমার পিতা ডা: মোতাহার হোসেন এর বিরুদ্ধে ১৪৮/৭৪ অন্য মামলা আনায়ন করেন। উক্ত মামলায় শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর হেরে যায়। এর পর ১৯৭৭ইং সালে আবার শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর যুগ্ন জেলা জজ আদালতে ১৪৯/৭৭ অন্য মামলা দায়ের করেন। শ্রী রাজমঙ্গল দোবে ঠাকুর গত ২০০০ইং মৃত্যুবরণ করার পর শ্রী বিমল কুমার গৌস্বামী (ভিমু) সেবায়েত নিযুক্ত হন এবং মামলা পরিচালনা করেন।

গত ০৮/০২/২০০৭ইং সালে ০১নং যুগ্ন জেলা জজ আদালত দিনাজপুর এ আমিনুল ইসলাম ওরফে আজিজুল ইসলামের পক্ষে রায় প্রদান করেন। গত ১৫/০২/২০০৭ইং তারিখে আদালত পুনরায় ডিক্রী প্রদান করেন। আবার প্রতিপক্ষরা ৪৫/০৭ আপিল মোকদ্দমা আনায়ন করেন। সেই মোকদ্দমায় ১০/১০/২০১৮ইং তারিখে আদালত উক্ত রায় ও ডিক্রীটি বহাল রাখেন। তারপরেও তারা আমার জমি জোর পূর্বক দখল করে রাখেন এবং চাষাবাদ করে আসছেন। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম জানান, উক্ত জমি তৎকালীন স্থানীয় দলীয় প্রভাবের কারণে জমিতে যেতে পারি নাই। বর্তমান উক্ত জমি প্রতিপক্ষরা দখল করে রেখেছে। এলাকার মোঃ মজিবর রহমান, আইনুল হক, মাসুদ রানা মাজেদুল, রাজু আহম্মেদ, আবুল কালাম গংরা তৎকালীন দলীয় প্রভাব দেখিয়ে জমিতে যেতে বাধার প্রদান করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী করছি।