Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে ঘুষের টাকা আদায়ে জনতার হাতে আটক নায়েব! চেক দিয়ে ছাড়

রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক হয়েছেন নায়েব বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। সে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ভূমি অফিসের নায়েব। তার নাম কাওসার আলী। গত ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজারে ঘটে ঘটনাটি। পরে ঘুষের টাকার বিপরীতে চেক  দিয়ে রক্ষা পেয়ে দ্রুত সটকে পড়েন তহশীলদার বা নায়েব।   এখবর ছড়িয়ে পড়লে টক অব দ্যা তানোরে পরিনত হয়েছে, সেই সাথে নায়েবের শাস্তিসহ বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি তুলেছেন ভুক্তভোগী সহ জনসাধারণ।

জানা গেছে,  উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন। আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরীকে চাপ দেন তহশিলদার কাওসার আলী।

এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল  থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।

অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির চিত্র।

অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন।  এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা। সে বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসে কে অনিয়ম দূর্নীতির আতুর ঘরে পরিনত করেছেন। ইউপি ভূমি অফিসকে দালালের আখড়ায় পরিনত করেছেন তহসীল দার।

এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার বা নায়েব কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।

এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত। সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তিনি।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাসতুরা আমিনের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে রিসিভ করেননি। যার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ

তানোরে ঘুষের টাকা আদায়ে জনতার হাতে আটক নায়েব! চেক দিয়ে ছাড়

Update Time : ০৫:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক হয়েছেন নায়েব বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। সে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ভূমি অফিসের নায়েব। তার নাম কাওসার আলী। গত ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজারে ঘটে ঘটনাটি। পরে ঘুষের টাকার বিপরীতে চেক  দিয়ে রক্ষা পেয়ে দ্রুত সটকে পড়েন তহশীলদার বা নায়েব।   এখবর ছড়িয়ে পড়লে টক অব দ্যা তানোরে পরিনত হয়েছে, সেই সাথে নায়েবের শাস্তিসহ বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি তুলেছেন ভুক্তভোগী সহ জনসাধারণ।

জানা গেছে,  উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন। আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরীকে চাপ দেন তহশিলদার কাওসার আলী।

এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল  থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।

অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির চিত্র।

অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন।  এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা। সে বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসে কে অনিয়ম দূর্নীতির আতুর ঘরে পরিনত করেছেন। ইউপি ভূমি অফিসকে দালালের আখড়ায় পরিনত করেছেন তহসীল দার।

এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার বা নায়েব কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।

এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত। সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তিনি।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাসতুরা আমিনের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে রিসিভ করেননি। যার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।