মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের একমাত্র বেসরকারি সাব সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইন চীফ (সিএনসি) বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলু বলেন, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার ৩০ জানুয়ারি শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাদ আসর মরহুমের নিজ গ্রাম কান্দাপাড়া কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়।