কুমিল্লার হোমনায় বীজ আইন লঙ্ঘন করে ব্যবসায় পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে হোমনা বাজারের বীজ ব্যবসায়ী মো. জীবন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ও পুলিশের এএসআই কাঞ্চন কুমার দে।
অভিযানের সময় জীবন মিয়ার ছেলে মো. ইমন জরিমানার এ অর্থ পরিশোধ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, তাকে বীজ লাইসেন্স করে ব্যবসায় পরিচালনার জন্য বার বার বলা হলেও শুনেনি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, লাইসেন্সব্যতীত বীজ বিক্রয়ের অপরাধে তাকে সাত হাজার টাকা অর্থদণ্ড এবং দ্রুত লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়েছে।