ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে, বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, । বুধবার (৫ ফেব্রুয়ারি) এক পোস্ট এ তিনি এ তথ্য জানান।
পোস্টে হাসনাত আব্দল্লাহ বলেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।
এর আগে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ।
পোস্টে হাসনাত লেখেন,হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।
#StudentLedParty #NewParty