রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মৌসুমী রহমানের স্বামী ওহিদুর রহমানকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুঠিয়ার পঁচামাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান গত সোমবার রাত ৮ টার দিকে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন এর লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয় জনগণ মৌসুমিকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
এদিকে সরকার বিরোধী লিফলেট বিতরণ করার খবর পেয়ে আ’লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায়ে তাকে আটক করতে পারেনি পুলিশ।
বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা শাখার যুগ্ন সম্পাদক শাফিন তার নিজস্ব ফেসবুকে দেওয়া স্ট্যাট্রাসে পুঠিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন উপজেলা প্রসাশনকে।
একটা খুনি সংগঠন, একটা ফ্যাসিবাদের সংগঠন কিভাবে এই সময় তাদের প্রচার চালায়? প্রশাসন কে আগামী ২৪ ঘন্টার মধ্যে কঠোর ভাবে এর ব্যবস্থা নিতে বলা হয়।
এর পরেই মৌসুমি রহমান লিফলেট বিতরণ করায় পুঠিয়ায় মঙ্গলবার বিকেল ৩ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হলো।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তারা স্বামী স্ত্রী মিলে নাশকতার চেষ্টা করছিল। স্বামীকে আটক করা হয়েছে আর তার স্ত্রী মৌসুমী রহমান পালিয়েছে।