ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পরে যায় একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছে। এখন পর্যন্ত কোন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা বাস দুটি একে অপরকে অতিক্রম করছিল। এমন সময় দ্রুত গতিতে থাকা প্রিন্স অব লাবিবা বাসটি একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পরে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ডোবায় নিমজ্জিত প্রিন্স অব লাবিবা বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোন নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রিন্স অব লাবিবা বাসটি দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় আসলে একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পরে যায়। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে সকলেই বাড়ী ফিরে গেছে। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে, সে জন্য বাসটি টেনে উপরে তোলা সময় সাপেক্ষ ব্যাপার।