রাজশাহি ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘটের কারনে সিরাজগঞ্জে পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেল উত্তোলন ও বিপনন বন্ধ রাখার রয়েছে। এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনও বন্ধ রেখেছে ট্যাংক লরী শ্রমিকরা।
বুধবার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপনন বন্ধ রাখা হয়েছে।
উত্তরবঙ্গ ট্যাকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর নঁওগায় বিনা নোটিশে পেট্রোল পাম্পের সামনের রাস্তা খুড়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহি ও রংপুর বিভাগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলাসর্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার এসোসিয়শন এই ধর্মঘটের ডাক দেয়। এতে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।
বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।