১৪ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছেন। তাদের মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।
একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, আজিজুর রহমান (মরণোত্তর)-শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)-শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা-শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন-শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা-শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)-সাংবাদিকতা; মাহমুদুর রহমান-সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম-সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান-শিক্ষা; মেহেদী হাসান খান-বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)-সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)-ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)-ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান-গবেষণা।
এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।