Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

  • ডেক্স নিউজ:
  • Update Time : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯ Time View

ভবিষ্য্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্রেতাদের জন্য সম্প্রতি পরিবেশবান্ধব পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো কোনো স্মার্টফোন ব্র্যান্ড এ ধরনের উদ্যোগ নিলো। ব্যাগগুলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের (বিসিএসআইআর) সার্টিফিকেট অর্জন করেছে।

পচনশীল এই ব্যাগগুলো ডিন ভের্টো ও ইউনিভার্সাল লাইফ ভেরিফিকেশন সিস্টেমের (ইউএলভিএস) মতো আন্তর্জাতিক সনদও পেয়েছে। টিইউভি রাইনল্যান্ড গ্রুপের সার্টিফিকেশন বডি ডিন কের্টোর সাথে ডিন ভের্টোর এই সার্টিফিকেশন মার্ক সম্পর্কিত। ডিন কের্টো পচনশীল পণ্যের ক্ষেত্রে সনদ প্রদান করে। এ সনদ যাচাই করে জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডাইজেশন; এবং এটিকে মানদণ্ড উন্নয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করা হয়। আর ইউএলভিএস, আইএসও ১৪৮৫৫-১:২০১২ মানদণ্ড পূরণ করেছে এমন পণ্যের ক্ষেত্রেই এ সনদ প্রদান করা হয়।

ব্যাগগুলো পচনশীল উপাদান ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্যবহারের পর এগুলো মাটিতে প্রাকৃতিকভাবেই মিশে যাবে। সবুজ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনার বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “গো গ্রিন, গো বিয়ন্ড মন্ত্রের পাশাপাশি, টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। সবার জন্য টেকসই আগামী নিশ্চিতে ক্রেতাদের পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উজ্জীবিত করতে পেরে এবং তাদের জন্য পচনশীল ব্যাগ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ রকম ছোট ছোট পদক্ষেপই আমাদের পরিবেশে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

Update Time : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ভবিষ্য্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্রেতাদের জন্য সম্প্রতি পরিবেশবান্ধব পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো কোনো স্মার্টফোন ব্র্যান্ড এ ধরনের উদ্যোগ নিলো। ব্যাগগুলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের (বিসিএসআইআর) সার্টিফিকেট অর্জন করেছে।

পচনশীল এই ব্যাগগুলো ডিন ভের্টো ও ইউনিভার্সাল লাইফ ভেরিফিকেশন সিস্টেমের (ইউএলভিএস) মতো আন্তর্জাতিক সনদও পেয়েছে। টিইউভি রাইনল্যান্ড গ্রুপের সার্টিফিকেশন বডি ডিন কের্টোর সাথে ডিন ভের্টোর এই সার্টিফিকেশন মার্ক সম্পর্কিত। ডিন কের্টো পচনশীল পণ্যের ক্ষেত্রে সনদ প্রদান করে। এ সনদ যাচাই করে জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডাইজেশন; এবং এটিকে মানদণ্ড উন্নয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করা হয়। আর ইউএলভিএস, আইএসও ১৪৮৫৫-১:২০১২ মানদণ্ড পূরণ করেছে এমন পণ্যের ক্ষেত্রেই এ সনদ প্রদান করা হয়।

ব্যাগগুলো পচনশীল উপাদান ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্যবহারের পর এগুলো মাটিতে প্রাকৃতিকভাবেই মিশে যাবে। সবুজ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনার বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “গো গ্রিন, গো বিয়ন্ড মন্ত্রের পাশাপাশি, টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। সবার জন্য টেকসই আগামী নিশ্চিতে ক্রেতাদের পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উজ্জীবিত করতে পেরে এবং তাদের জন্য পচনশীল ব্যাগ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ রকম ছোট ছোট পদক্ষেপই আমাদের পরিবেশে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।”