গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গণ, ছাত্র, শ্রমিক ও পেশাজীবি অধিকার পরিষদ, ঝিনাদিহ জেলা আয়োজনে বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদ সভাপতি অধ্যাপক সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, রাকিবুল হাসান, মিশন আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। দুপুর ১২ ঘটিকায় ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে। দাবী জানানো হয়- ১. জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্থ ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
২. জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ডসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করা। ৩. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। ৪. জন-আকাঙ্খার নতুন বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুর্নগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। ৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভূয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।