বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এইচকেবি, জেএসবি ও বিএইচবি (HKB, JSB ও BHB) নামের ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও ইটপুড়াতে কাঠ ব্যবহার করার দায়ে ৩ ইটভাটাকে ৩ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার (৫ ফেব্রুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার যৌথ টিমের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।এ-সময় মোবাইল কোর্টে HKB, JSB ও BHB ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ১ লক্ষ করে ৩টি পৃথক মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্ক্যাভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়।এ অভিযানে অংশ নেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন,পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ৩ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৪৫ Time View
Tag :
আলোচিত