নীলফামারীর সৈয়দপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে জলন্ত ইটভাটার পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
বুধবার বিকেল সারে ৫ টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুরে ইউনিয়নের আতিকুল ইসলামের মালিকানাধীন এমবিসি ব্রিকস, সাবু খানের মালিকানাধীন টিবিএল ব্রিকস, মাহবুব আলমের মালিকানাধীন এমবি ব্রিকস, ওহেদুল হকের মালিকানাধীন এ স্টারবি ব্রিকস, আব্দুর রাজ্জাকের মালিকানাধীন এমএইচই ব্রিকস, নজরুল ইসলামের মালিকানাধীন এএনবি-২ ব্রিকস, লতিফুল রাজ্জাকের এমজেড এইচ ও বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহুনী এলাকায় অবস্থিত সাইফুল ইকবালের আরএসবি ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইন লংঘন করায় ৮টি ইট ভাটা থেকে ৬লাখ ৭৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ভাটাগুলোর কিলনে পানি দিয়ে জ¦লন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
ভ্রাম্য আদালত পরিচালনা কারী আব্দুল আল মামুন জানান, যেসব ইটভাটা মালিকদের প্রয়োজনীয় কাগজ পত্র নেই তাদের বিরুদ্ধে অভিযান চলবেই। কেউ ছাড় পাবে না।