জয়ের জন্য ১৩ বলে আরও ২২ রান দরকার ফরচুন বরিশালের তখন ব্যাটিংয়ে নামেন রিশাদ হোসেন। হাতে মাত্র ৪ উইকেট। আরেক পাশে মোহাম্মদ নবী। পরের ওভারে আউট নবীও। সব শঙ্কা নিয়েই যেন নেমেছিলেন রিশাদ। ৬ বলে ২ ছক্কায় ১৮* রানের টর্নেডো ইনিংস খেলে বরিশালকে এনে দিলেন ৩ উইকেটের জয়। বরিশাল গতবারের মতো এবারও বিপিএলের চ্যাম্পিয়ন হয়।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল চিটাগং। জবাব দিতে নেমে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। বিপিএলের ফাইনালে এত রান এবারই প্রথম।