গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র- জনতার পরিচয় দিয়ে ভাঙচুর ও হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় ১৫ থেকে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার রাত ২টা ১৩ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি লিখেছেন,গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছিৃ।
গতকাল শুক্রবার রাত ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের দক্ষিণখান এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাতে ছাত্র-জনতার পরিচয়ে ১৫০ জন মিছিল ও বিক্ষোভ করে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় বিভিন্ন মসজিদে মাইকিং করে ডাকাতের গুজব ছড়িয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে স্থানীয়রা। এতে প্রায় ১৫ থেকে ১৭ জন আহত হয়েছেন।
মধ্যরাতে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে আহতদের উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ বিষয়ে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র- জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এ সময় ১২ থেকে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।