Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গানে গানে ধন্য হলেন জ্যোতি

বন্ধুদের মাঝে আড্ডায় থেকেও আমি কখনো কখনো আমার কল্পনার জগতে পাড়ি জমাতাম। তখন আর কে আমায় পায়! তেমনি করেই একদিন আমার এই গান ‘আমি ধন্য’র আবিষ্কার। বরাবরের মতোই, গান লেখা আর সুর করার পর বন্ধুদেরকে ঘটা করে গেয়ে শোনাই, তারা মুগ্ধ হয়ে যায়। তখন আমি আরও বেশী আত্মবিশ্বাসী হই। বাস্তব জীবনে না হলেও, আমি সবসময় অনুভব করি আমার কল্পনার জগতে কেউ একজন আছে, যাকে অনুভব করে আমি এই গানটা লিখতে পেরেছি। নিজের কথা, সুর ও গায়কীতে প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ নিয়ে এমনটাই বলছিলেন ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগী জ্যোতি।  দশ হাজার প্রতিযোগী থেকে সেরা বিশজনে স্থান করে নেওয়া জ্যোতির বাড়ি কুমিল্লায়।

সম্প্রতি ‘আমি ধন্য’ গানটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ভালোবাসার অন্য এক অনুভুতি প্রকাশ পেয়েছে গানটিতে। ভালোবাসায় যত্ন করে লেখা এই গান  শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেও আশা তার।

‘আমি ধন্য’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গানে গানে ধন্য হলেন জ্যোতি

Update Time : ০১:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

বন্ধুদের মাঝে আড্ডায় থেকেও আমি কখনো কখনো আমার কল্পনার জগতে পাড়ি জমাতাম। তখন আর কে আমায় পায়! তেমনি করেই একদিন আমার এই গান ‘আমি ধন্য’র আবিষ্কার। বরাবরের মতোই, গান লেখা আর সুর করার পর বন্ধুদেরকে ঘটা করে গেয়ে শোনাই, তারা মুগ্ধ হয়ে যায়। তখন আমি আরও বেশী আত্মবিশ্বাসী হই। বাস্তব জীবনে না হলেও, আমি সবসময় অনুভব করি আমার কল্পনার জগতে কেউ একজন আছে, যাকে অনুভব করে আমি এই গানটা লিখতে পেরেছি। নিজের কথা, সুর ও গায়কীতে প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ নিয়ে এমনটাই বলছিলেন ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগী জ্যোতি।  দশ হাজার প্রতিযোগী থেকে সেরা বিশজনে স্থান করে নেওয়া জ্যোতির বাড়ি কুমিল্লায়।

সম্প্রতি ‘আমি ধন্য’ গানটি প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ভালোবাসার অন্য এক অনুভুতি প্রকাশ পেয়েছে গানটিতে। ভালোবাসায় যত্ন করে লেখা এই গান  শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেও আশা তার।

‘আমি ধন্য’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।