Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল চুরি!

ভোলায় রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দৌলতখান উপজেলার উত্তর জনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মাটি খুঁড়ে এ ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

কবরগুলো হল : ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার, হাজেরা বেগম, আবুল খায়ের এর। তবে বাকী ২ ব্যক্তির নাম এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা নুর ছলেমান জানান, মীর বাড়ির পারিবারিক কবরস্থানে ৫০টি কবর রয়েছে। শুক্রবার রাতে ৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। প্রায় এক থেকে দেড় বছর আগে এই পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তবে একজনকে ১ মাস আগে দাফন করা হয়। হঠাৎ গতরাতে কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ঘটনা শুনে, দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা কবরগুলো দেখতে ছুটে আসেন।

ওই এলাকার ইমাম মাওলানা অলিউল্লাহ জানান, খবর পেয়ে কবরস্থানে ছুটে যাই। পরে কবরস্থানে ৫টি কঙ্কাল চুরি হয়েছে দেখতে পাই, এটি চরম দুঃখজনক ঘটনা। যারা এই ঘৃন্যতম কাজ ঘটিয়েছেন আল্লাহ তায়ালা তাদেরকে ইসলামের সহি বুঝ দান করেন। ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিষ্ঠুরতম ও নিন্দনীয় কাজ হলো এটি।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোলায় রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল চুরি!

Update Time : ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ভোলায় রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দৌলতখান উপজেলার উত্তর জনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মাটি খুঁড়ে এ ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

কবরগুলো হল : ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার, হাজেরা বেগম, আবুল খায়ের এর। তবে বাকী ২ ব্যক্তির নাম এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা নুর ছলেমান জানান, মীর বাড়ির পারিবারিক কবরস্থানে ৫০টি কবর রয়েছে। শুক্রবার রাতে ৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। প্রায় এক থেকে দেড় বছর আগে এই পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তবে একজনকে ১ মাস আগে দাফন করা হয়। হঠাৎ গতরাতে কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ঘটনা শুনে, দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা কবরগুলো দেখতে ছুটে আসেন।

ওই এলাকার ইমাম মাওলানা অলিউল্লাহ জানান, খবর পেয়ে কবরস্থানে ছুটে যাই। পরে কবরস্থানে ৫টি কঙ্কাল চুরি হয়েছে দেখতে পাই, এটি চরম দুঃখজনক ঘটনা। যারা এই ঘৃন্যতম কাজ ঘটিয়েছেন আল্লাহ তায়ালা তাদেরকে ইসলামের সহি বুঝ দান করেন। ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিষ্ঠুরতম ও নিন্দনীয় কাজ হলো এটি।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।