সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি দোকানে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যবসায়িরা জানিয়েছেন।।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমান মন্ডল জানান আমাদের অফিসের পাশেই একটি ছোট মার্কেটে গভীর রাতে আগুন লাগে। আমরা দ্রুত আগুন নেভাতে চেষ্টা করি। কিছুক্ষনের মধ্যে আগুন নিয়ন্ত্র করতে স্বক্ষম হই। আমরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার ও রক্ষা করতে পেরেছি। কম্পিউটার এবং মোবাইল রিপিয়ারিং দোকান থেকেই অগ্নি কান্ডের সুত্রপাত। ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিটের কারনে এই আগুন লেগেছে।
এসময় আগুনের খবর পেয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তঅ হুমায়ুন কবির,জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এসময় ব্যবসায়িদের রোতে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখারও পরার্মশ দেন বিএনপি নেতা।
অপরদিকে আগিনকান্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান,আমার দোকানের পাশেই মোবাইল রিপিংারিং দোকান সেখান থেকেই মুলত আগুন লেগেছে। আমার দোকানের সবকিছু পুড়েগেছে। একটি প্রিন্টার মেশিনের মুল্য দেড়লাখ টাকা এমন ছোটবড় প্রায় ১৫-২০টি মেশিন ছিলো। সবকিছু ভস্মিভুত। আমি এখন নি:স্ব। এমন ঘটনায় স্থানীয়রা বলছেন প্রায় ৫০ বছরের মধ্যে এমন অগ্নিকান্ডের ঘটনা এটাই প্রথম।