Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: বরকত উল্যাহ বুলু

সর্বশেষ ২০০৫ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিশ বছর পর গতকাল শনিবার কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। জনগণ যদি আমাদের ভোট দিয়ে

নির্বাচত করে- তাহলে বিএনপি সরকার গঠন করবে; আর না হয় যারা জিতবে তারাই সরকার গঠন করবে।নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। আজকে আইনশৃঙ্খলার যে অবনতি; রাস্তায় লাশ পড়ে থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগততিতে সাধারণ মানুষ দিশেহারা। এর থেকে মুক্তি পেতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ২৫০ টি আসনেও জয়লাভ করি, তাহলেও আমরা একক ভাবে সরকারে যাবো না। আমরা জাতীয় সরকার গঠন করবো। শেখ হাসিনা রাষ্ট্রের অবকাঠামো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। রাষ্ট্রকে মেরামত করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।

বরকত উল্যাহ বুলু আরো বলেন, যারা ’৭১ কে অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত দেশ পেয়েছি। আমরা যারা ধর্র্মের নামে রাজনীতি করতে চাই, ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষকে ধোকা দিতে চান, তাদের ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।

শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এসব কথা গুলো বলেন।

হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির আহ্বায়ক ছানাউল্লহ সরকার, সদস্য সচিব মো.নজরুল ইসলামসহ হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শেষে মো. মহিউদ্দিনকে হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও মো. মোজাম্মেল হক মুকুলকে সাধারণ সম্পাদক এবং মো. ছানাউল্লাহ সরকারকে পৌর বিএনপির সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: বরকত উল্যাহ বুলু

Update Time : ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

সর্বশেষ ২০০৫ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিশ বছর পর গতকাল শনিবার কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। জনগণ যদি আমাদের ভোট দিয়ে

নির্বাচত করে- তাহলে বিএনপি সরকার গঠন করবে; আর না হয় যারা জিতবে তারাই সরকার গঠন করবে।নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। আজকে আইনশৃঙ্খলার যে অবনতি; রাস্তায় লাশ পড়ে থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগততিতে সাধারণ মানুষ দিশেহারা। এর থেকে মুক্তি পেতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ২৫০ টি আসনেও জয়লাভ করি, তাহলেও আমরা একক ভাবে সরকারে যাবো না। আমরা জাতীয় সরকার গঠন করবো। শেখ হাসিনা রাষ্ট্রের অবকাঠামো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। রাষ্ট্রকে মেরামত করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।

বরকত উল্যাহ বুলু আরো বলেন, যারা ’৭১ কে অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত দেশ পেয়েছি। আমরা যারা ধর্র্মের নামে রাজনীতি করতে চাই, ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষকে ধোকা দিতে চান, তাদের ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।

শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এসব কথা গুলো বলেন।

হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির আহ্বায়ক ছানাউল্লহ সরকার, সদস্য সচিব মো.নজরুল ইসলামসহ হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শেষে মো. মহিউদ্দিনকে হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও মো. মোজাম্মেল হক মুকুলকে সাধারণ সম্পাদক এবং মো. ছানাউল্লাহ সরকারকে পৌর বিএনপির সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।