Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা

জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এসব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। এছাড়া অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ অথবা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। সেই সঙ্গে তারা অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোপূর্বে জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এ ক্ষেত্রে বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

যশোরে ভ্যান-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা

Update Time : ০৬:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এসব কর্মকর্তা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। সেই সঙ্গে তারা বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। এছাড়া অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ অথবা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। সেই সঙ্গে তারা অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোপূর্বে জারি করা পিআরএল অথবা এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এ ক্ষেত্রে বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি অথবা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে।