Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রামুতে একই দিন পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে একই দিনে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার জোয়ারিয়ানালায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া গর্জনিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের এবং কাউয়ারখোপ ইউনিয়নে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন,রবিবার, ৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রইঙ্গার পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ জানালে মাদক ব্যবসায়ি চক্রের সদস্য তারেক স্থানীয় বাসিন্দা ছমি উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। সন্ধ্যায় ছমি উদ্দিনকে রামু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক তারেক ওই এলাকার আবু তাহেরের ছেলে। সে মাদকাসক্ত এবং দীর্ঘদিন একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্রের ছত্রছায়ায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এলাকায় বিক্রি করে আসছিলো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ছমি উদ্দিনের এক ছেলে পুলিশের উপ-পরিদর্শক বলেও জানান চেয়ারম্যান প্রিন্স।

একইদিন বিকাল চারটার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান কৃষক মোহাম্মদ ইউনুছ (৪৪)। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন, কৃষি জমিতে ব্যবহৃত সেচযন্ত্রে ক্রুটি দেখা দিলে তা মেরামত করে সচল করার চেষ্টা করছিলেন মোহাম্মদ ইউনুছ। এসময় ওই সেচ ঘরেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।একইদিন রবিবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীর চর এলাকায় ট্রাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন চালক মনজুর আলম (২৫)। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনজুর আলম কাউয়ারখোপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনিরঝিল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর রাত আটটার দিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। স্থানীয় মিজানুর রহমানের মালিকানাধিন ওই ট্রাক্টরটি চালাতেন সদ্য বিয়ের পিডিতে  বসা নিহত মনজুর আলম।

রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ জানিয়েছেন, মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে ছমি উদ্দিনের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ঠে ও ট্রাক্টর উল্টে আরও দুজনের মৃত্যুর বিষয়ে পুলিশ অবগত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

আজ যমুনা রেলওয়ে সেতুর উদ্বোধন

রামুতে একই দিন পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

Update Time : ০৫:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারের রামুতে একই দিনে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার জোয়ারিয়ানালায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া গর্জনিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের এবং কাউয়ারখোপ ইউনিয়নে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন,রবিবার, ৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রইঙ্গার পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ জানালে মাদক ব্যবসায়ি চক্রের সদস্য তারেক স্থানীয় বাসিন্দা ছমি উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। সন্ধ্যায় ছমি উদ্দিনকে রামু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক তারেক ওই এলাকার আবু তাহেরের ছেলে। সে মাদকাসক্ত এবং দীর্ঘদিন একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্রের ছত্রছায়ায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এলাকায় বিক্রি করে আসছিলো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ছমি উদ্দিনের এক ছেলে পুলিশের উপ-পরিদর্শক বলেও জানান চেয়ারম্যান প্রিন্স।

একইদিন বিকাল চারটার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান কৃষক মোহাম্মদ ইউনুছ (৪৪)। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন, কৃষি জমিতে ব্যবহৃত সেচযন্ত্রে ক্রুটি দেখা দিলে তা মেরামত করে সচল করার চেষ্টা করছিলেন মোহাম্মদ ইউনুছ। এসময় ওই সেচ ঘরেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।একইদিন রবিবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীর চর এলাকায় ট্রাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন চালক মনজুর আলম (২৫)। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনজুর আলম কাউয়ারখোপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনিরঝিল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর রাত আটটার দিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। স্থানীয় মিজানুর রহমানের মালিকানাধিন ওই ট্রাক্টরটি চালাতেন সদ্য বিয়ের পিডিতে  বসা নিহত মনজুর আলম।

রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ জানিয়েছেন, মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে ছমি উদ্দিনের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ঠে ও ট্রাক্টর উল্টে আরও দুজনের মৃত্যুর বিষয়ে পুলিশ অবগত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।