মঙ্গলবার সকাল ৬ ঘটিকায় ঝিনাইদহ জেলার হরিণাকু-ু থানাধীন ৮ নং চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে মারামারিতে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ মোশারফ হোসেন মুসা (৪২), লোকজন নিজ জমিতে সকাল ৬.০০ টার সময় কলা কাটতে যাওয়ার সময় ৮নং চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের জনৈক সাহেব আলী ও ঠান্ডুর বাড়ির মাঝামাঝি ইটের রাস্তার উপর পৌঁছালে একই গ্রামের প্রতি পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে লোকজনদেরকে অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত জখম করে। উক্ত আঘাতের ফলে- মোঃ মোশারফ হোসেন মুসা (৪২), পিতা-মৃত খাবির মন্ডলের ঘাড় ও মাথার পিছনে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মোশারফ হোসেন মুসাকে মৃত ঘোষণা করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে আছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম :
আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ঝিনাইদহে নিহত-১, আহত-৬
-
কামরুজ্জামান ঝিনাইদহ প্রতিনিধি:
- Update Time : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৪৭ Time View
Tag :
আলোচিত