কক্সবাজারে পর্যটন জোনের কক্স-টু-ডে’র সড়কে পর্যটককে ছুরি ধরে আইফোন ও মোবাইলসহ সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারী দল।এ ঘটনায় সোমবার (১০ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ।গ্রেফতাররা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মনসুর আলম (২২), কক্সবাজার শহরের মোঃসোহেল (২০), চকরিয়ার নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার দ্বীন ইসলাম (২০) এবং ইদ্রিস (৩২)।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান,ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের একটি দল। পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ছিনতাই করা আইফোন ও টাকা উদ্ধার করা হয়।
শিরোনাম :
কক্সবাজারে ছুরির ভয় দেখিয়ে সর্বস্ব লুট
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৯ Time View
Tag :
আলোচিত