কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম হাসানুল ইসলাম জিসান (২৩)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার নলবিলা বিটস্থ ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বাড়ি আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৈয়দ হোসেনের পুত্র বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকালে চারজন দুইটি মোটরসাইকেল যোগে আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। ওইসময় গ্রীণলাইন বাসের বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল পার হতে পারলে আরেকটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান হাসানুল ইসলাম জিসান।চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস গাড়িটি জব্দ করা করা হয়েছে।
শিরোনাম :
চকরিয়ায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০২:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৪৬ Time View
Tag :
আলোচিত