ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা‘র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা আব্দুস সালাম আল-মাদানির অবসর গ্রহণ উপলক্ষ্যে ‘আলোকিত মনীষা’ স্মারকের মোড়ক উন্মোচন ও সম্মাননা চেক প্রদান অনুষ্টিত হয়েছে।
গত ৯ই ফেব্রুয়ারি, (রবিবার) ২০২৫ ইংরেজি সকালে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা‘র স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ আব্দুছ ছোবহানের সভাপতিত্বে,সহকারী অধ্যাপক মুফতি মূয়ীনুল হক মুমিনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠিত হয়।
দাখিল পরীক্ষার্থী হাফিজ জায়েদুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন
ফাজিল ১ম বর্ষের ছাত্র মানসুর আহমদ সাগর ও শিশু শিল্পী মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস ছোবহানের নেতৃত্বে,সম্মানিত মেহমানবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবর্ধিত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে নগদ ১০,০০০০০/-(দশ লক্ষ)টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আব্দুস সালাম আল মাদানী, শ্রদ্ধাভাজন উস্তাদ,দারুল হাদীস সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুদাররিস মাওলানা মো. মুবাশ্বির আলী(প্রতাপ পুরী হুজুর)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসা’র সাবেক অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সেন্ডিকেট সদস্য ও জাতীয় পর্য়ায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ঈসমাইল হোসেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল আজিজ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন,সৎপুর কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সালেহ আহমদ(বেতকুনী) ফতেহপুর কামিল মাদ্রাসা‘র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুশ শাকুর( কালারুকী) অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা নুরুদ্দীন, বিশিষ্ট মুরব্বী ও শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দীন, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাদানির ২য় ছেলে সাংবাদিক গালিব আশরাফ, মুক্তির গাঁও জামেয়া‘র সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা জাকির হুসেন, শাহ সূফি মুজাম্মিল আলি (র.) দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাদিকুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,সাবেক কৃতি শিক্ষার্থী কাজী মাওলানা আব্দুস সামাদ,সাবেক ভি.পি মাওলানা সালাহ উদ্দিন, সাবেক ভি.পি হাফিজ রফিকুল ইসলাম,সাবেক ভি.পি হাফিজ বিলাল হোসেন, সাবেক জি.এস আব্দুল্লাহ বিন মোস্তফা। আল-ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভি.পি আবুল হাসান মো. আদনান, জি.এস সৈয়দ জাবের বিন হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ,আল ফজল ছাত্র সংসদে সকল দায়িত্বশীলবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।