সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার এম.এ মুহিত ও গোলাম সরোয়ারের সদস্য পদ সহ সকল পদ স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞাপ্তিত বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম এ মুহিত ও সাবেক সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার কে সদস্য পদ সহ সকল পদ দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সদস্য পদ সহ প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হল।
এর আগে গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রস্তুতি সভায় প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এম এ মুহিত সভার কার্যক্রম শুরু করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা ও প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে ডক্টর এম এ মুহিত এর সমর্থকরা বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীর সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের ২০ নেতাকর্মী আহত হয় ।
এরই প্রেক্ষিতে দলীয় প্যাডে রাজশাহী বিভাগের দায়িত্বরত বিএনপি সহ – সাংগঠনিক আমীরুল ইসলাম খাঁন আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সিদ্ধান্তে তাদের সদস্য পদ সহ সকল পদ স্থগিত ঘোষণা করা হয়।