দুটি হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শহরের খঞ্জনপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামের মৃত হবিবর ভেন্ডারের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, সোমবাব বিকালে জয়পুরহাট জেলা সদরের খনজনপুর সাব রেজিস্ট্রার অফিস চত্বরে অবস্থান করছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আগস্ট মাসে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা সহ অন্যান্য মামলার পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিকাল সাড়ে ৫ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।