বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ত্যাগী শিক্ষার্থীদের কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ তুলে নতুন কমিটি বাতিলের দাবিতে ২য় দিনের মতো উত্তরবঙ্গ মহাসড়ক ও রেল পথ অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ খবর সন্ধ্যা সারে ৬ টটা পর্যন্ত রাস্তা ব্লগড করে রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক এলাকায় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এর মধ্যে আধা ঘন্টা যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় ।এসময় মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অপর দিকে সেতুর উপর দিয়ে চলাচল রত সিল্কসিটি ও লালমনিএক্সপ্রেস বন্ধ করে দেয় ছাত্ররা। ফলে চরম দুর্ভোগে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।
এর আগে, গত রবিবার বিকেলে প্রায় আধা ঘন্টা রাস্তা ব্লকেড করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা ফলে উত্তরবঙ্গ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নব্য কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষণা করতে হবে।এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড অব্যাহত কর্মসূচি অব্যাহত থাকবে। এ জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ সময় প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মেহেদী হাসান মুনতাসির বলেন, নতুন কমিটি দ্রুত বাতিল না করলে আরো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।