নওগাঁয় জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন ব্যাপী জেলা স্টেডিয়াম মাঠে বিজয়ীদের হাতে সনদ ও পুরুষ্কার তুলে দেন এডিসি (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন।
জেলা পর্যায়ে খেলা গুলোর মধ্যে দলীয় খেলা ক্রিকেট (বালক) প্রথম হয়েছে সাপাহার উপজেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন মান্দা উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রিকেট (বালিকা) প্রথম হয়েছে পত্নীতলা উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন মান্দা উপজেলার মান্দা থানা অদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ভলিবল (বালক) প্রথম হয়েছে ধামইহাট উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন সাপাহার উপজেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভলিবল (বালিকা) প্রথম হয়েছে মান্দা থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন নওগাঁ সদর উপজেলার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৬টি খেলায় বিজয় লাভ করেন।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা (অতি: দা:) আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাজমুল হোসাইনের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার শেষে বাকি সময় খেলাধুলা করলে ভিডিও গেমস এর প্রতি আসক্তি এবং কিশোর গ্যাং এর সাথে সংপৃক্ত হয়ে বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে পরার প্রবণতা চলে যাবে।
পরে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সকল শিক্ষক ও সকল প্রতিযোগীদের জন্য শুভকামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতি: দা:) আবদুর রাজ্জাক।