Dhaka ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘হাসিনার আমলে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়’

আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের ২ ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৪৯ থেকে পিছিয়ে ১৫১ নম্বরে পৌঁছেছে। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিস্ক্রিয়তায় অর্থ পাচার-দুর্নীতির বিস্তার ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘হাসিনার আমলে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়’

Update Time : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের ২ ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৪৯ থেকে পিছিয়ে ১৫১ নম্বরে পৌঁছেছে। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। লালন করেছে এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিস্ক্রিয়তায় অর্থ পাচার-দুর্নীতির বিস্তার ঘটেছে।