দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নীলফামারীর সৈয়দপুরে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়ী থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার মনিরুজ্জামান জুন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়িন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার এজহারভুক্ত আসামী তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। একই বছর ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় মনিরুজ্জামান জুন এজাহারভুক্ত ২নং আসামী
ওসি ফইম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।