কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ৩ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলমের নেতৃত্বে উপজেলার কোটবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের নিকট হতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম দিদারুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা হলো রোহিঙ্গা নারী নুর বেগম (২৬), জুলেখা বেগম (৩০) ও হামিদা বেগম (২৫ )। তারা টেকনাফে বসবাস করেন।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হসান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শিরোনাম :
উখিয়ায় ইয়াবাসহ ৩ নারী আটক
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- ৯৯ Time View
Tag :
আলোচিত