সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যানবাহন বন্ধ ও সড়কে শৃংখলা ফেরাতে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে বামন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি মামলা দায়ের করা হয়।
অভিযানে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল ও চালকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় সড়ক আইনে কয়েকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।
এ অভিযান চালমান থাকবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক আব্দুল হান্নান।