ঢাকা মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসী’র সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম এ মতিন কবীর।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইমরুল কায়েস পলাশ, সিনিয়র সহকারী শিক্ষক আলেয়া আক্তার প্রমুখ।
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামি গজল, হাম, নাথসহ কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।