ছিনতাইকারীদের কাছ থেকে জীবন বাজি রেখে ১৮ লক্ষ টাকা রক্ষা করেছেন এজেন্ট ব্যাংক ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার (৫০)। ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরণী বাস স্ট্যান্ডের নিকটে বিকেল সোয়া ৪ টার দিকে। ঘটনায় জানা গেছে, দেলদুয়ার থানার নাটিয়াপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করেন আব্দুল জব্বার। তার বাড়ি বাসাইল থানার টেঙ্গুরিয়া গ্রামে। পিতার নাম মৃত মহিজ সরদার। ঘটনার দিন দুপুরে তার এক সহকর্মী বন্ধু ফজলু মিয়াকে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখায় যান। ওখান থেকে ১৮ লক্ষ টাকা উত্তোলন করে একটি ব্যাগে ভরে মোটরসাইকেল যুগে নাটিয়া পাড়ার উদ্দেশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্ব রাস্তা দিয়ে রওনা হন। কুরণী বাস স্ট্যান্ড পার হওয়ার পর হঠাৎ পিছন থেকে একটি প্রাইভেট কার এসে মোটরসাইকেল চাপা দিয়ে তাদের রাস্তায় ফেলে দেয়। এরপর গাড়ি থেকে তিন যুবক নেমে টাকার ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে। আব্দুল জব্বার তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে টাকার ব্যাগটি আঁকড়ে ধরেন। ছিনতাইকারীরা ব্যাগ সহ জব্বারকে টেনে হিচড়ে অনেকদূর নিয়ে যায়। এ সময় তার হাত থেকে ব্যাগ ছাড়ানোর জন্য জব্বারকে এলো পাথারি কিল ঘুষি মারতে থাকে। জব্বারের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ছিনতাইকারীরা নিরুপায় হয়ে ব্যাগ রেখেই প্রাইভেট কারে চড়ে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মারাত্মক যখম মোঃ আব্দুল জব্বার ও তার সহকর্মী বন্ধু ফজলু মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
শিরোনাম :
মির্জাপুরে জীবন বাজি রেখে ১৮ লক্ষ টাকা রক্ষা করলেন ব্যবসায়ী জব্বার
-
লুৎফর অরেঞ্জ, ষ্টাফ রিপোর্টার মির্জাপুর (টাঙ্গাইল):
- Update Time : ০২:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- ৪১ Time View
Tag :
আলোচিত