ঢাকা, ১৩ ফেব্রুয়ারি [২০২৫], মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে আজ এক বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মনোয়ার হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক আলেয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ মোশতাক আহমেদ। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব এম এ মতিন কবির।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ হারুন বলেন, “একজন সুস্থ দেহ ও মনের অধিকারী মানুষই কেবল সঠিকভাবে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।”
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশতাক আহমেদ বলেন, “একটি বিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক ফলাফলের ওপর নির্ভর করে না বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শৃঙ্খলাবোধ, দলীয় সংহতি ও আত্মবিশ্বাসের গুণ অর্জন করতে পারে, যা ভবিষ্যতে তাকে একজন সফল মানুষ হতে সাহায্য করবে।”
সভাপতির বক্তব্যে জনাব এম এ মতিন কবির বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা সত্যিই অনন্য। আমরা চাই তারা শুধু ভালো ফলাফল করুক তা নয় বরং খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সফলতা অর্জন করুক। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে।”
সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোচনা পর্ব শেষে পুরস্কার বিতরণ অংশে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে তাদের সাফল্য উদযাপন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে এবং এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পুরস্কার হাতে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে, যা পুরো অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে।
উল্লেখ্য: প্রধান অতিথি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ মোশতাক আহমেদ, ও জনাব লুৎফুল মামুন সমাজসেবক এবং সরকারি চাকরিজীবী,
পরিচালনা কমিটির সভাপতি এম এ মতিন কবিরমতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়,
প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসী, মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়
অভিভাবক সদস্য ইমরুল কায়েস পলাশ, মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়