মাগুরা সেনা ক্যাম্পের ডেভিল হান্ট এ-র আওতায় গোপন সুত্রে খবরের ভিত্তিতে১৪ বীরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামে যৌথ বাহিনী ইব্রাহিম কাজির বাড়িতে এ বিশেষ অভিযানে ইব্রাহিম কাজির ছেলে অস্ত্রসহ আল আমিন কাজী (৩৬) নামে একজনকে অস্ত্রশস্ত্র গ্রেফতার করে।
১৩ ফেব্রুয়ারি ভোর ৪ টা ১৫ ঘটিকায় বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক ১৪ বীর এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক অংশগ্রহন করে।
উক্ত অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড বন্দুকের তাজা বুলেট, একটি হকিস্টিক, ১৪ টি ধারালো অস্ত্র, দশটি স্টাম্প এবং চারটি ঢালসহ তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে আলামিন কাজী (৩৬) কে ঘটনা স্থান থেকে আটক করা হয়। উক্ত আসামি আলামিন কাজী কে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দায়ের করে হয়েছে।