জয়পুরহাটে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার, গ্রেপ্তারের দাবি ও গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এ মিছিল করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় শহরের শহীদ ডা: আবুল কাসেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়কের বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন ও আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন ইমন, ওবায়দুল হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ।
ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীবাহিনী আমাদের এক ভাইকে হত্যা করেছে। এই বাংলার বুকে যত আওয়ামী লীগ আছে তাদের আর স্থান হবে না। অতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রেতাত্নারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।