দিনাজপুরের হিলিতে পোল্ট্রী খামারে বিষ দিয়ে দেড় হাজার ব্রয়লার মুরগী মারার অভিযোগ উঠেছে। এতে অন্তঃত সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার যুবক আমান হোসেন মুন্নার খামারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খামারী মুন্না জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে তার খামারের মুগীকে ফিড খাইয়ে রাত ১২ টার দিকে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার ভোরে ঘুম থেকে জেগে দেখেন প্রায় এক হাজার মুরগী মরে আছে। সেই সাথে খামারের ভিতরে ১০/১২ টি স্থানে টিস্যুতে করে বিষ দেয়া । এবং খামারের চারিদিকে যে কাপাড় দিয়ে ঘেরা ছিল তার কিছু অংশ খোলা। এর থেকে নিশ্চিত হন। কেউ তার খামারে বিষ দিয়েছে। তিনি আরো জানান, তার খামারে ২৪ দিন বয়সী দেড় হাজার মরগী ছিল। রাতে অধিকাংশ মুরগী মারা যায়, যেসব মুরগী বেঁচে ছিল শুক্রবার দুপুর পর্যন্ত মরে শেষ হয়ে গেছে। এতে অন্তত সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, ধার-দেনা করে মুরগীর খামার করেছি। একটু একটু করে ধার-দেনা শোধ করা শুরু করেছিলাম। এখন কি খাব আর কি ভাবে ধার-দেনা শোধ করব।
হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, খবর পেয়ে ওই খামারে গিয়ে মরা মুরগী কেটে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। কোন ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া তার খামারে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল । ধারনা করা হচ্ছে কেউ শত্রুতা করে খামারে বিষ দিয়েছে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।