সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিলনমোড় ও থানারোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।এসময় তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে এবং সংঘর্ষে আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে থানারোড এলাকার একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মিলনমোড় মহল্লার যুবকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পরে দুই মহল্লাবাসী।
উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় বড় একটি ইটের টুকরো বাচ্চুর বুকে এসে লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত জেলা বিএনপির নেতা সাইদুর রহমান বাচ্চু জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে সংঘর্ষ থামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। এ সময় হঠাৎ একটি ঢিল এসে আমার বুকের ডানপাশে লেগেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকাল থেকে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।