নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানঘর। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় উপজেলার বারিল্যা বটতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।স্থানীয়রা বলেন, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদে অবস্থান করছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘আগুনে মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের ষ্টুডিও অ্যান্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে।মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দলনেতা শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ২০-২৫ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে।
শিরোনাম :
নওগাঁয় মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে শেষ ১৪ দোকান
-
এম এম হারুন আল রশীদ হীরা,নওগাঁ প্রতিনিধি:
- Update Time : ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৫১ Time View
Tag :
আলোচিত