‘বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য নিয়ে সুন্দরবন দিবস পালিত হয।১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হলেও সুন্দরবনসংলগ্ন উপকূলের মানুষেরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপকূলীয় এলাকার মানুষ দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালন করে আসছে।
উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন প্রকল্পের আয়োজনে র্যালি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, রুপান্তর আস্থা, শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, পাথরঘাটা সদর রেঞ্জ বিট কর্মকর্তা মোঃ আল আমিন, বিট কর্মকর্তা মো. মজিবুর রহমান খান, দৈনিক সমকাল পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ রূপন্তর বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু উপকূল নয় গোটা বাংলাদেশকে যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিনিয়ত সুন্দরবনকে আমরা ধংস করি। সুন্দরবন রক্ষায় বন বিভাগকে আধুনিকায়নসহ জনবল বৃদ্ধি এবং জাতীয় ভাবে সুন্দরবন দিবস পালনের দাবি জানান তারা।