গোলাম জাহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাগুরা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে চারটায় মাগুরার পারনান্দুয়ালী শহীদ রাব্বি সড়ক ও ব্রিজের পাশে নবগঙ্গা নদীর উপরে গণ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ কুতুবউদ্দিন, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মাগুরা। গ্রামের মানুষের আদর স্নেহ ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোঃ গোলাম জাহিদ। এ সময় বিগত দিনের স্বৈরশাসকের অত্যাচারের কথা তুলে ধরেন এবং ৫ এ আগস্ট শহীদ রাব্বির বিষয়ে কথা বলেন, আরো বলেন যতদিন বেঁচে থাকব তার পরিবার-পরিজনের পাশে থাকবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সি মনজুরুল হাসান পিংকু, সদস্য, আহবায়ক কমিটি জেলা বিএনপি, মাগুরা। মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি, জেলা যুবদল, মাগুরা। মুন্সি আনজুম হাসান সুমন। সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। মোঃ করিমুল ইসলাম করিম, সহ-সভাপতি, জেলা যুবদল, মাগুরাপারভিন আক্তার হাওয়া সাবেক চার পাঁচ ছয় নং ওর্যাডের কাউন্সিলর মাগুরা। পৌর সদস্য, জেলা মহিলা দল, মাগুরা। জেসমিন রহমান স্মৃতি, সাংগঠনিক সম্পাদিকা জেলা মহিলা দল, মাগুরা। আরো উপস্থিত ছিলেন দলের সকল নেতাকর্মীরা।