Dhaka ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ ৫১ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক কাভার্ড ভ্যান জব্দ

সিরাজগঞ্জে অভিনব কায়দায় একটি কাভার্ডভ্যানে ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২। এসময় ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে ১৪ ফেব্রুয়ারি ১০টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জ ৫১ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক কাভার্ড ভ্যান জব্দ

Update Time : ০৪:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সিরাজগঞ্জে অভিনব কায়দায় একটি কাভার্ডভ্যানে ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২। এসময় ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে ১৪ ফেব্রুয়ারি ১০টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।