কক্সবাজারের চকরিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই বৃদ্ধ পথচারী ও মাইক্রোবাস দূর্ঘটনায় একজন সহ মোট তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় ও সাড়ে ১০টার দিকে আঞ্চলিক এবিসি সড়কের বিএমচর বটতলী এবং হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫) ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়াের্ড়ের তরছঘাটা এলাকার ম্যাজিক গাড়ির চালক জামাল উদ্দিন (২৮)।জানা যায়, দরবশেকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এছাড়া বিএমচর এলাকায় জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় মাইক্রোবাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় অবগত করেনি। এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।