অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদ (৪৫)-কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক হয়। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে নাহিদ আ’লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, “আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশের সহযোগিতায় আটক করে ডোমার থানা পুলিশ। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।