Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীর টেক্সটাইল মিল সংলগ্ন ২ কেজি হেরোইন উদ্ধার

বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযানে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন জব্দ করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লক্ষ ৪০ হাজার টাকা।

গোপন সূত্রের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দারোয়ানী টেক্সটাইল এলাকায় ব্যাটালিয়ন সদর গেইটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ডোমার-সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজের (বগুড়া-জ-১১-০০৬১) একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় মাদকের এ চালান জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দকৃত সদৃশ্য হেরোইনের নমুনা ল্যাব টেস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “সীমান্ত এলাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ৫৬ বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগে, গত ৫ ফেব্রুয়ারি নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে

নীলফামারীর টেক্সটাইল মিল সংলগ্ন ২ কেজি হেরোইন উদ্ধার

Update Time : ০৩:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযানে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন জব্দ করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লক্ষ ৪০ হাজার টাকা।

গোপন সূত্রের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দারোয়ানী টেক্সটাইল এলাকায় ব্যাটালিয়ন সদর গেইটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ডোমার-সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজের (বগুড়া-জ-১১-০০৬১) একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় মাদকের এ চালান জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দকৃত সদৃশ্য হেরোইনের নমুনা ল্যাব টেস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “সীমান্ত এলাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ৫৬ বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগে, গত ৫ ফেব্রুয়ারি নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।