টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এর দক্ষিণ পাশে ট্রেনের ধাক্কায় নাছির উরফে নাহিদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তার বাবার নাম সামাদ মিয়া। সে ধেরুয়া চেকপোস্ট সংলগ্ন একটি বাসায় বাবা-মার সাথে ভাড়া থাকতো এবং দেওহাটা নাছির গ্লাস ইন্ডাস্ট্রিজে চাকরি করতো। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নাহিদ তার কর্মস্থল থেকে বেরিয়ে প্রথমে বাসায় যান। সেখানে দুপুরের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ধেরুয়া রেল ক্রসিং এ আসলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন নাছিরকে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়ে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। স্থানীয় লোকজন দূর্ঘটনার বিষয়ে থানায় অবহিত করেছেন বলে জানিয়েছেন।