কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২০ হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড পিস্তলের গুলি নিয়ে মহিলা সহ আটক হয়েছে ২ জন।রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে- যৌথ অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো, ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবুবক্করের ছেলে মোঃ সেলিম (২৩ ) ও জি-১০ ব্লকের জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।সম্পর্কে তারা দেবর – ভাবি।অভিযানের সত্যতা নিশ্চিত করে ব্যাটেলিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।